Terms & Conditions:
আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়ার বা সেবা ব্যাবহার কিংবা ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নেয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যাবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। এটি OBSINBD এবং আপনার মধ্যকার End-User লাইসেন্স এগ্রিমেন্ট, যাতে লাইসেন্সর বা আমরা হচ্ছি OBSINBD এবং আপনি হচ্ছেন গ্রাহক কিংবা কাস্টমার।
আমাদের ওয়েবসাইট ভিজিট এবং/অথবা আমাদের কাছ থেকে কোন প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে আপনি আমাদের ওয়েবসাইটের একজন ইউজার হলেন এবং আমাদের সার্ভিসের সাথে সংযুক্ত হলেন এবং আমাদের “Terms of Service”, “Terms of use” অথবা “Terms” এর সাথে সম্মতি পোষন করলেন। এই টার্মস এবং কন্ডিশন গুলো সকল ওয়েবসাইট ইউজার, যারা ব্রাউজ করছেন, ভেন্ডর, কাস্টমার, মার্চেন্টস, এফিলিয়েট প্রোগ্রামার এবং/অথবা কন্টেন্ট কন্ট্রিবিউটরদের জন্য প্রযোজ্য।
যেকোন সময় আপনি এই পেজটি ভিজিট করার মাধ্যমে আমাদের আপডেটেড টার্মস এবং কন্ডিশন গুলো সম্পর্কে পড়তে এবং জানতে পারবেন। তাই, আমাদের টার্মস এন্ড কন্ডিশনের নতুন ফিচার, নতুন যোগ কিংবা নতুন সেকশনে ও আপনি সম্মত আছেন বলে ধরে নেয়া হবে।
আপনি সম্মত আছেন যে:-
01- OBSINBD গ্রাহকের সকল ওর্ডার গ্রহন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষন করে। OBSINBD কর্তৃক ওর্ডার বাতিল করা হলে OBSINBD কে গ্রাহক কতৃক পরিশোধকৃত অগ্রিম রিফান্ড পলিসি অনুযায়ী রিফান্ড করা হবে।
02- OBSINBD যেকোন সময় যেকোন সার্ভিস বা অফার বা ডেলিভারি বন্ধ করা, পরিবর্তন কিংবা পরিবর্ধন করার ক্ষমতা সংরক্ষন করে।
03- OBSINBD সাইটের যেকোন প্রোডাক্ট এর প্রাইস কোন প্রকার নোটিফিকেশন ছাড়াই বা বার্তা ছাড়াই পরিবর্তন হতে পারে। এক্ষেত্রে অর্ডার ডেলিভারিতে পাঠানোর আগেই আপনাকে জানানো হবে এবং আপনি চাইলে অর্ডারটা নিতে পারেন কিংবা ক্যান্সেল ও করতে পারেন।
04- যেকোন প্রোডাক্ট এর স্টক কে সীমিত করার, নোটিফিকেশন ছাড়াই প্রাইস কিংবা বর্ণনা পরিবর্তন করার অধিকার OBSINBD সংরক্ষন করি।
05- গ্রাহক কর্তৃক ভুল ঠিকানা ও কন্টাক্ট নাম্বর দেয়ার কারোনে ভুল স্থানে প্রডাক্ট ডেলিভারি হয়েগেলে OBSINBD কর্তৃপক্ষ দায়ী নয়।
06- কোন পুর্ববর্তী নোটিশ ছাড়ই যেকোন সময় Terms & Conditions পরিবর্তন হতে পারে। তাই প্রতিবার এই সাইটটি ব্যবহারে আগে Terms & Conditions পড়েনিয়েছেন এবং সম্মত আছেন বলে বিবেচিত হবে।
০৭-বাংলাদেশ সরকারে ই-কমার্স বিধিমালা ও সরকারের সকল আইন প্রতিপালিত হবে।
OBSINBD.COM সাথে থাকার জন্য ধন্যবাদ!